শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫০

তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত 

আহম্মদ কবির,তাহিরপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

সুনামগঞ্জের তাহিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই নুরুল আমিন(৬০)নিহতের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই শাহ পরান এবং শাহ জালাল জানান,দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না দেওয়ায় নিয়ে ঝগড়া লেগেই থাকত। একাধিক বার বিচার শালিসি হলেও কোনো সমাধান হয়নি। কিছু দিন পূর্বে বোরো জমিন নষ্ট করে। আজ সকাল ৮টায় নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০),শাহ আলম(৫০),শাহজাহান (৫৫)তাদের ছেলে মেয়েরা মিলে লাঠি দিয়ে পিঠিয়ে কিল-ঘুষি মারতে থাকে এসময় পরিবারের সদস্যা বাধাদিলেও থামাতে পারেনি। এক প্রর্যায়ে নুরুল আমিনকে মাটিতে ফেলে রাখে পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেছেন।

নিহত নুরুল আমিন(৬০)আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে। 

এঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানা এসআই নাজমুল ইসলাম।

এই বিভাগের আরো খবর